ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ দ্রুত করার সুপারিশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৭:৩৯

প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ দ্রুত করার সুপারিশ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সব জেলার প্রাথমিকে দ্রুততার সাথে প্রধান শিক্ষকের শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় হয়।

কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী , মো. নজরুল ইসলাম বাবু, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল সভঅয অংশগ্রহণ করেন। সভায় প্রধান শিক্ষকের শূন্য পদে চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে জ্যেষ্ঠতা নীতিমালা কঠোরভাবে অনুসরণ করার সুপারিশ করা হয়।

কমিটি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অতিদ্রুত টিইও এবং এটিইও পদ সৃজন করে জনবল নিয়োগ দেয়ার সুপারিশ করে। এছাড়াও সভায় পিইডিপ-৪ প্রকল্প সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ-পদোন্নতির জট খুলবে কবে?

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত