ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

হামলার বিচার চেয়ে শিক্ষকদের সমাবেশ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০১৮, ১৩:৫৭

হামলার বিচার চেয়ে শিক্ষকদের সমাবেশ

ছাত্র-শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে সংহতি সমাবেশ করেছেন ‘নিপীড়ন বিরোধী শিক্ষকবৃন্দের ব্যানারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সমাবেশে অংশ নেন শিক্ষার্থীরাও।

বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংহতি সমাবেশ হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭০ জন শিক্ষক অংশ নেন।

সংহতি সমাবেশ থেকে সরকার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্র-শিক্ষকদের ওপর হামলার বিচারসহ সাত দফা দাবি জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিবকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, অধ্যাপক ফাহমিদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক আকমল হোসেন, ঢাবির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসরিন ওয়াদুদ, ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল, জাবির অধ্যাপক আনু মোহাম্মদসহ অন্যরা।

এসময় শিক্ষার্থীদের আন্দোলনকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন শিক্ষকরা।

তারা বলেন, সরকারের যৌক্তিক আচরণ প্রত্যাশা করেন তারা। সমাবেশ থেকে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার নিন্দা জানানো হয়। দ্রুত আটককৃতদের মুক্তি ও কোটা সংস্কার প্রজ্ঞাপনসহ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি জানান সংহতি সমাবেশে যোগ দেওয়া শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • পঠিত