ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫১ মিনিট আগে
শিরোনাম

টিএসসিতে ৪৩ ফুট দীর্ঘ বঙ্গবন্ধুর প্রতিকৃতি

  ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ০৫:১১

টিএসসিতে ৪৩ ফুট দীর্ঘ বঙ্গবন্ধুর প্রতিকৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘৪৩ ফুট উচ্চতার হাতে আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ থেকে এর উদ্বোধন করেন। এটি তৈরি করেছে বাংলাদেশ চারুশিল্পী সংসদ।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, চারুশিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পী হাশেম খান, স্থপতি রবিউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুশিল্পী সংসদের সভাপতি জামাল আহমেদ। সঞ্চালনা করেন সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী। ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর ৪৩ বছর উপলক্ষে ৪৩ ফুট উচ্চতার এই প্রতিকৃতি নির্মাণ করা হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, জাতির পিতা নিজের বিনিময়ে বাংলাদেশ গড়ে গেছেন। চারুশিল্পীরা বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি এঁকেছেন তাতে আমি অভিভূত। আজ এখানে বসে ছবিটির দিকে তাকিয়ে মনে হয়েছে আমি ৭১ সালে যেভাবে তার সঙ্গে বসতাম সেভাবেই বসে আছি। ধন্যবাদ দেয়ার ভাষা জানা নেই।

  • সর্বশেষ
  • পঠিত