ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৪ মিনিট আগে
শিরোনাম

আগামী সপ্তাহেই ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন কারিগরি শিক্ষকরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৫:৩২

আগামী সপ্তাহেই ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন কারিগরি শিক্ষকরা

অবশেষে আগামী সপ্তাহেই ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি পেতে যাচ্ছেন এমপিওভুক্ত কারিগরির শিক্ষক-কর্মচারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) মো. জহুরুল ইসলাম।

তিনি জানান, জুলাই থেকে পাঁচ শতাংশ প্রবৃদ্ধি দিতে সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। কিন্তু আগামী দুদিন সাপ্তাহিক ছুটির কারণে কিছুটা দেরি হচ্ছে। তবে আগামী সপ্তাহে কারিগরির শিক্ষকরা প্রবৃদ্ধির টাকা পাবেন।

অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি বৃহস্পতিবার (২৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গেল ১৫ নভেম্বর শিক্ষকদের ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা দেয়ার প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত