ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

ইবি শিক্ষক সমিতির নির্বাচন: আওয়ামীপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

  ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫  
আপডেট :
 ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫

ইবি শিক্ষক সমিতির নির্বাচন: আওয়ামীপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০১৯ বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল নিরঙ্কুশভাবে জয় লাভ করেছে। বুধবার অনুষ্ঠিত শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদে জয় লাভ করেছেন।

অধ্যাপক ড. কামাল উদ্দিন ১৭৬ ভোট পেয়ে সভাপতি এবং অধ্যাপক ড. আলমগীর হোসেন ২১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রাত সাড়ে ৭টায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মাদ সোলায়মান এ ফলাফল ঘোষণা করেন। এবছর শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী প্রগতিশীল এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি অধ্যাপক ড.এ.এইচ.এম আক্তারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুনুর রহমান। নির্বাচিত সদস্যরা হলেন অধ্যাপক ড. জাকারিয়া রহমান, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মেহের আলী, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, অধ্যাপক মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জয়শ্রী সেন।

উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা দেড়টা টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে মোট ৪০৪ জন ভোটারের ৩৫০ জন তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ জার্নাল/এনএম

  • সর্বশেষ
  • পঠিত