ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

এমপিওভুক্তির দাবিতে

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নতুন কর্মসূচি ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮  
আপডেট :
 ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৯

নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নতুন কর্মসূচি ঘোষণা

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি আদায়ের লক্ষ্যে চারটি কর্মসূচি গ্রহণ করেন শিক্ষক-কর্মচারী নেতৃবন্দ।

কর্মসূচির মধ্যে রয়েছে- শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সকল সংসদ সদস্যকে স্মারকলিপি পেশ, ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল জেলা ও উপজেলা কমিটি পুনঃগঠন, ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টায় একযোগে সকল জেলায় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ এবং ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির জন্য সংবাদ সম্মেলন।

সভায় সংগঠনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়, সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ দেব প্রসাদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক শওকত হায়াত প্রধান বাবু, সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. দবিরুল ইসলাম, প্রচার সম্পাদক এইচ.এম ফিরোজ আহমেদ সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরো পড়ুন: সরকারি-বেসরকারি শিক্ষকদের জন্য কোচিং নিষিদ্ধ

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত