ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩২ মিনিট আগে
শিরোনাম

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

  ঢাবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭

ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির ৩১তম পুনর্মিলনী শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী, ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, প্রতীক গ্রুপের চেয়ারম্যান এস এম ফারুকী হাসান (সিআইপি) এবং বিসিআই-এর সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারন সম্পাদক মিসেস শবনম শেহনাজ চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য দেন পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান।

এছাড়াও বিভাগীয় জ্যেষ্ঠ অধ্যাপক ড. হাবিবা খাতুন, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ঢাবি অ্যালামনাই এসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকারসহ প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিভাগীয় সহযোগী অধ্যাপক মাহমুদুর রহমান।

বিভাগীয় প্রাক্তন শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা এ কে এম রফিকুল হক বীর প্রতীককে অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। এ কে এম রফিকুল হক বীর প্রতীকের জীবনালেখ্য পাঠ করেন সহযোগী অধ্যাপক ড. এ কে এম খাদেমুল হক। এছাড়া, প্রাক্তন শিক্ষার্থীদের মেধাবী সন্তান ও বিভাগীয় কৃতি শিক্ষক-শিক্ষার্থীদেরকেও পুরস্কার প্রদান করা হয়। এর আগে পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. এটিএম সামছুজ্জোহা সম্পাদিত ‘অরণি-১৭’ শীর্ষক সুভ্যেনির-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ড. সিরাজুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থীর মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে সম্মানিত করতে পেরে বিভাগসহ আমরা সবাই গৌরবান্বিত।

  • সর্বশেষ
  • পঠিত