ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

৯১ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

৯১ প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়

বিষয় খোলার অনুমতি দিতে ৯১টি বেসরকারি স্কুল কলেজের হালনাগাদ তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানদের প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরিদর্শন প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্ট বোর্ডের চেয়ারম্যানদের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করে হালনাগাদ তথ্য ও ইআইআইএন নম্বরসহ পরিদর্শন প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. আনোয়ারুল হকের সই করা আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা উল্লেখ করা হয়েছে। এই আদেশে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদানের একাডেমিক স্বীকৃতির অনুমতি দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) সংযুক্ত করে প্রতিষ্ঠানের ভূমির মালিকানার উন্নয়ন কর পরিশোধের কপিসহ আগামী ৩১ মার্চের মধ্যে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত