ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রাবি অফিসার সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

  রাবি প্রতিনিধি

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৭:২২

রাবি অফিসার সমিতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতি বিগত কমিটি নতুন কমিটির নেতৃবৃন্দের কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে গত ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ১৯টি পদে দুটি প্যানেল থেকে সম্মিলিতভাবে নির্বাচিত হন প্রার্থীরা। নতুন কমিটি আগামী

দুই বছর দায়িত্ব পালন করবে।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি মোক্তাদির হোসেন রাহীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আইবিএস এর ভারপ্রাপ্ত সচিব ও অফিসার সমিতির নির্বাচন কমিশনার জিয়াউল আলম।

সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাব্বেল হোসেনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনার নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। একইসাথে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান রাখেন তিনি।

দায়িত্ব গ্রহণে সময় সভাপতি মোক্তাদির হোসেন রাহী বলেন, ‘অধিকার আদায়ের জন্য আমাদের সমিতি সৃষ্টি হয়েছে। কিন্তু এ সমিতিতে বিভাজন থাকলে অনধিকার চর্চা শুরু হবে। তাই আমাদের মধ্যে প্যানেল থাকলেও সেই প্রভাব যেন সমিতির কর্মকাণ্ডে বিস্তার লাভ না করতে পারে। যেকোনো প্যানেলের যদি যুক্তিযত কোন বিষয় থাকে তাহলে সেটার গ্রহণযোগ্যতা সব সময় থাকবে। আর দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় সমিতির উন্নয়নে আমরা কাজ করতে চাই।’

এসময় সহ-সভাপতি ড. মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ মো. মখলেসুর রহমান, যুগ্ম-সম্পাদক সেলিনা খান সাথী, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক ডা. রাজু আহমেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত