ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

১৫তম নিবন্ধনের ফল প্রকাশের অনুমতি

১৫তম নিবন্ধনের ফল প্রকাশের অনুমতি

১৫তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের অনুমতি পেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। মঙ্গলবার এনটিআরসিএর চেয়ারম্যান এস এম আশফাক হুসেন শিক্ষা উপমন্ত্রীর সাথে সাক্ষাত করে ফল প্রকাশের অনুমতি চান। ফল প্রস্তুত বলে উপমন্ত্রীকে জানানো হলে তা প্রকাশের অনুমোদন দেয়া হয়।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৭৬ হাজার ৩৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী ২৬ ও ২৭ জুলাই শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শেষ ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে উপমন্ত্রী বলেন, ‘ফল প্রস্তত হয়েছে। এনটিআরসিএর চেয়ারম্যান আশফাক হুসেনকে ফল প্রকাশের অনুমতি দেয়া হয়েছে। উনি চাইলে যে কোনো সময় প্রকাশ করতে পারেন।’

  • সর্বশেষ
  • পঠিত