ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

কুমিল্লায় পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ

  কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ১৫:৪৫

কুমিল্লায় পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ছয় জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার বেড়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ।

এবার ছেলেদের পাসের হার ৭৭.১২ শতাংশ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ। এ বছর এই শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ৯৪৪ জন। বুধবার দুপুরে কুমিল্লা শিক্ষাবোর্ড এ ফলাফল ঘোষণা করে।

কুমিল্লা বোর্ড সূত্র জানায়, ২০১৯ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় যাদের মধ্যে ৭৩ হাজার ৩৫৮ জন পাস করেছে।

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ৮৮.৬৪ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৭২.৩৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৩.৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত