ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

আইইউবিএটিতে শিক্ষার্থীদের নিয়ে ইন্টারেক্টিভ সেশনে ড. মুহম্মদ জাফর ইকবাল

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১  
আপডেট :
 ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৫

আইইউবিএটিতে শিক্ষার্থীদের নিয়ে ইন্টারেক্টিভ সেশনে ড. মুহম্মদ জাফর ইকবাল

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ কর্তৃক আয়োজন করা হয় ঘন্টাব্যাপি ইন্টারেক্টিভ সেশনের। শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে অতিথিদের কাছে জানতে চান, এবং ঘন্টাব্যাপি এই সেশন চলতে থাকে।

বৃহস্পতিবার (১২ই সেপ্টেম্বর) আইইউবিটির দৃষ্টি নন্দন গ্রিন ক্যাম্পাসের অডিটরিয়ামে এই ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা নিয়ে সেশনে অংশগ্রহন করে।

এতে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহ. আব্দুল হক এবং কো-অর্ডিনেটর অধ্যাপক ড. উৎপল কান্তি দাস।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত