ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আইএইচটি’র ৬ শিক্ষার্থী বহিষ্কার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৪  
আপডেট :
 ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

আইএইচটি’র ৬ শিক্ষার্থী বহিষ্কার

সাপ্লিমেন্টারি পরীক্ষায় নকলের দায়ে বরিশাল ইনস্টিটিউব অব হেলথ টেকনোলজি’র (আইএইচটি) ৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার পরীক্ষা চলাকালে শেরেবাংলা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত আইএইচটি’র বিভিন্ন কক্ষ থেকে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যক্ষ।

বহিষ্কৃতরা হচ্ছে, ১ম বর্ষের শিক্ষার্থী আল মামুন, ফেরদাউস রহমান ও প্রদীপ মল্লিক এবং ৩য় বর্ষের আলমিন বিশ্বাস, নাঈম ও ইমন চাকমা। এরা বিগত দিনে বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়। ওই বিষয়গুলোর উপর পুনরায় পরীক্ষা চলছে।

আইএইচটি’র অধ্যক্ষ ডা. সাইফুল ইসলাম বলেন, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই সময়ের মধ্যে নকল করার দায়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট বিভিন্ন কক্ষ থেকে তাদের বহিষ্কার করেন। ওই সকল পরীক্ষার্থী আগামী জুলাই মাসে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবে।

বাংলাদেশ জার্নাল/আরকে

  • সর্বশেষ
  • পঠিত