ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

রোদ-বৃষ্টি কিছুতেই ‘হার’ মানবে না ওরা!

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৮  
আপডেট :
 ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪২

রোদ-বৃষ্টি কিছুতেই ‘হার’ মানবে না ওরা!

গোপালগঞ্জ বঙ্গুবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. খোন্দাকার নাসির উদ্দিনের পদত্যাগের আন্দোলনে বাধা হতে পারেনি বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করেও ভিসির পদতাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে শিক্ষার্থীরা।

ভিসির পদত্যাগের এক দফা দাবিতে রোববার চতুর্থ দিনের মত প্রসাশনিক ভবনের সামনে আন্দোলন অব্যহত রাখে শিক্ষার্থীরা। সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও সন্ধ্যায় হঠাৎ করে ঝড়ো হওয়ায় সাথে শুরু হয় বৃষ্টিপাত। কিন্তু বৃষ্টিপাতে দমে না গিয়ে সেখানেই অবস্থায় নিয়ে ছাতা মাথায় আন্দোলন চালিয়ে যায় শিক্ষার্থীরা। বৃষ্টিপাতে শিক্ষার্থীরা ভিজে গেলও শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, রোদ বৃষ্টি যাই হোক না কেনো উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। একমাত্র উপাচাযের পদত্যাগ ব্যতিত হামলা বা কোনো কিছু দ্বারাই আমাদের আন্দোলন থামানো যাবে না।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লেখার জেরে ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। এরপরই ভিসির পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত