ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জরুরি বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা ক্রয়-সংক্রান্ত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ভিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হচ্ছে কিনা তা মনিটর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিটি উপজেলা/থানায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে বিভাগীয় উপপরিচালক- আহ্বারক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার- সদস্য, উপজেলা/থানা শিক্ষা অফিসার- সদস্য সচিব।

এতে বলা হয়েছে, সরকারি সংশ্লিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ক্রয়/স্থাপন করা হয়েছে কিনা তা মনিটর করবে কমিটি।

সংশ্লিষ্ট বিদ্যালয়ে মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত স্পেসিফিকেশন ও স্পষ্টীকরণের আলোকে ক্রয়/স্থাপনে ব্যত্যয় হলে কমিটি মন্ত্রণালয়ে প্রতিবেদন আকারে দাখিল করবে।

  • সর্বশেষ
  • পঠিত