ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৪ জানুয়ারি শুরু

৪০তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার বিজ্ঞপ্তির মাধ্যমে এই তারিখ ঘোষণা করেছে পিএসসি। পরীক্ষা শুরু হবে নতুন বছরের ৪ জানুয়ারি। আর চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে। এতে অংশে নেওয়া ৩ লাখ ২৭ হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র ২০ হাজার ২৭৭ জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাছাইয়ে।

এ বিসিএসে ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেয়া হবে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

এনএইচ/

  • সর্বশেষ
  • পঠিত