ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নোটিশ

  শেকৃবি প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১৯

শেকৃবিতে ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নোটিশ
ফাইল ফটো

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ১৭ মে আবাসিক হল খোলার এবং ২৪ মে ক্লাস শুরুর নির্দেশনা দেন। এরই পেক্ষিতে সোমবার রাতে জরুরি নোটিশে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব শিক্ষার্থীরা হলে অবস্থান করছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে হলত্যাগ করতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, সম্প্রতি কিছু হলে শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী।

অন্যদিকে ৪১তম বিসিএস এর নির্ধারিত প্রিলি পরীক্ষা ১৯ মার্চ, যা পরিবর্তনের সুুুুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। এ নিয়ে হলে অবস্থানরত শিক্ষার্থীদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত