ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৭ মিনিট আগে
শিরোনাম

নিজেকে তৈরি করেছি মফস্বলের আমেজে : মিম

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৫:২৮

নিজেকে তৈরি করেছি মফস্বলের আমেজে : মিম

গেল বছরে ‘সাপলুডু’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নতুন বছরের শুরুর কিছুদিন ব্যস্ত ছিলেন শুটিং নিয়ে। নির্মাণাধীন রয়েছে তার অভিনীত ‘পরাণ’ ও ‘ইত্তেফাক’ ছবি দুটি।

গত সপ্তাহে রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ ছবির সর্বশেষ শুটিং ছিল। সফলভাবে শুটিং শেষ হলো। এখানে শরীফুল রাজ ও ইয়াশ রোহানের সঙ্গে কাজ করেছেন মিম। ভালো একটি সিনেমার জন্য সবাই পরিশ্রম করেছি, চেষ্টা করেছি বলে জানান এই লাক্সতারকা।

ছবিটিতে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে মিম বলেন, ছবিতে মফস্বলের পরিশ্রমী একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। দর্শক যেন নতুন করে খুঁজে পান আমাকে সেজন্য আমাকে লুক, গেটাপ নিয়ে ভাবতে হয়েছে। ছবির শুটিং হয়েছিল ময়মনসিংহে। নিজেকে তৈরি করতে হয়েছে মফস্বলের আমেজে। চরিত্র ও গল্পের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।

আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পাবে। ছবিটির প্রচারণা নিয়ে তিনি বলেন, ‘প্রচারণা সিনেমার জন্য অনেক জরুরি। পত্রিকা, চ্যানেলের সাক্ষাৎকারের পাশাপাশি নানাভাবে ছবির প্রচার দরকার। বলিউডের শাহরুখ খানও নিজের ছবি নানাভাবে প্রচার করেন। শুধু নিজের রাজ্যে নয়, ভারতের বিভিন্ন রাজ্যে গিয়েও ছবির প্রচার করেন শাহরুখ খান। আশা করছি ‘পরাণ’ ছবিরও ভালো প্রচারণা হবে। পরিচালক রায়হান রাফি প্রচারণার দিকে মনযোগী আছেন। এখনো সময় আছে। হয়তো শিগগিরই প্রচারণা দেখা যাবে।’

একই পরিচালকের ‘ইত্তেফাক’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন মিম। এখানে তার নায়ক হালের ক্রেজ সিয়াম আহমেদ। ছবিটি সম্পর্কে মিম জানান, সিলেটের নানা লোকেশনে এর শুটিং হয়েছে। এখানে গ্রামের পাশাপাশি শহরের জীবনযাপনকে তুলে ধরা হবে। প্রেমের ছবি হলেও কিছু রাজনৈতিক বিষয় গল্পের ধারাবাহিকতায় উঠে এসেছে বলে জানান এই নায়িকা। ‘পরাণ’র মতো এই ছবিটি নিয়েও বেশ আশাবাদী মিম।

নতুন বছরে বেশ গুছিয়ে কাজের পরিকল্পনা করেছেন মিম। এবারও সিনেমাতেই ফোকাস করবেন। তার ভাষ্য, ‘ভালো গল্প ও চরিত্র এবং ভালো মানের পরিচালক পেলে তবেই কাজ করবো। সংখ্যায় কম হলেও ভালো মানের চলচ্চিত্র চাই। মানুষ মনে রাখবে এমন চলচ্চিত্র চাই। দিনশেষে কাজটাই তো একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে।’

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত