ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

২৯ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১

২৯ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা

গেল বছরের শেষের দিকে অর্থাৎ ৬ ডিসেম্বর বিয়ে করেছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। তাদের বিয়ে নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা হলেও দাম্পত্য জীবন বেশ ভালোই যাচ্ছে তাদের।

ঘরোয়া আয়োজনে সাদামাটা ভাবে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিতের দক্ষিণ কলকাতার বাসায় তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। বিয়ে হলেও কোন আনুষ্ঠানিকতা এখনও হয়নি। বিয়ের পরদিনই হানিমুন করতে সৃজিত-মিথিলা গিয়েছিলেন সুইজারল‌্যান্ড। দুই পরিবারের আসা যাওয়া হয়েছে ঠিকই কিন্তু তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়নি।

অবশেষে জানা গেল, আগামী ২৯ ফেব্রুয়ারি সন্ধ‌্যায় সৃজিতের রাজকুটিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। এ নিয়ে বিশাল আয়োজন হতে যাচ্ছে সৃজিতের বাড়িতে। এরইমধ্যে নিমন্ত্রণপত্রও ছাপা হয়ে গেছে। সেই নিমন্ত্রণপত্রের শিরোনাম দেওয়া হয়েছে, বসন্ত এসে গেছে।

নিমন্ত্রণপত্রের শুরুতে লেখা- ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’

নিমন্ত্রণপত্রে আরও লেখা, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই আসলে বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভুরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’। তার ব্যবস্থা হয়ে গেছে।’

সবশেষ লিখা হয়েছে, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- সৃজিত কমিশন।’

আইএন

  • সর্বশেষ
  • পঠিত