ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ট্রেলারেও রহস্য, ঊনপঞ্চাশ বাতাসের মুক্তি ১৩ মার্চ

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:২১

ট্রেলারেও রহস্য, ঊনপঞ্চাশ বাতাসের মুক্তি ১৩ মার্চ

শুরু থেকেই আলোচনায় এবং বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’। দীর্ঘ সময় নিয়ে নির্মাণ করা মাসুদ হাসান উজ্জ্বলের এই সিনেমাটি যেন রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে। পোস্টার, টিজার ও গান প্রকাশের পর এবার উন্মুক্ত হলো ছবিটির ট্রেলার।

টিজারে রহস্যের জাল বিছালেও সদ্য প্রকাশিত ৩ মিনিট দৈর্ঘ্যের ট্রেলার ছবিটিকে ঘিরে তৈরি পুরনো রহস্যের জাল আরও বিস্তৃত করলো। এর সিনেমাটোগ্রাফি, সংলাপ আর সংগীতের মেলবন্ধনে দর্শকদের যেমন মুগ্ধ করছে, তেমনি দৃশ্য আর সংলাপের বাঁকবদলগুলো ভাবিয়ে তুলছে।

এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না আসলে কোন রহস্য ঘিরে এ সিনেমা। নির্মাতাও এখনই কিছু বলতে নারাজ।

ছবিটি চলতি মাসের ২৮ ফেব্রুয়ারী মুক্তি পাওয়ার কথ থাকলেও সেটি এখন পিছিয়ে ১৩ মার্চ হলো।

নির্মাতা জানালেন, আগের ঘোষিত মুক্তির তারিখে বদল ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও সেটি পিছিয়ে গেল ১৩ মার্চ।

২ ঘণ্টা ৪৫ মিনিটের এই চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্র রূপায়ণ করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবিটি পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা, ফটোগ্রাফি, সংগীত পরিচালনা, গান রচনা, এমনকি পোস্টার ডিজাইনও করেছেন সব্যসাচী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

রেড অক্টোবরের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

বাংলাদেশ জার্নাল/আইএন/কেআই

  • সর্বশেষ
  • পঠিত