ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

নির্মাতাদেরকে ডিরেক্টরস গিল্ডের ২০ দিনের খাবার প্রদান

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৩:৫২

নির্মাতাদেরকে ডিরেক্টরস গিল্ডের ২০ দিনের খাবার প্রদান

মহামারী করোনায় থমকে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে আছে সব কাজ। বিনদোন অঙ্গনেও একই অবস্হা। এমতাবস্হায় এই দুর্যোগের দিনে ৫০ জন নাট্য পরিচালকের পাশে দাঁড়িয়েছে টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

করোনা পরিস্থিতির কারণে ৫০ জন নাট্য নির্মাতা সাংগঠনিক সহযোগিতা চেয়েছিলেন। তাদেরকে প্রাথমিকভাবে সংগঠনের পক্ষ থেকে ‘ডিরেক্টরস গিল্ড গিফট হ্যাম্পার’ (২০ দিনের বাজার সুবিধা) গতকাল মঙ্গলবার সবার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। এমনটাই জানালেন সংগঠনটির সভাপতি সালাহউদ্দিন লাভলু।

এছাড়াও সহকারী পরিচালক, মেকআপ আর্টিস্ট ও তাদের সহকারী, লাইট বয়, প্রোডাকশন বয়দের সহযোগিতার জন্য আন্তঃসাংগঠনিক তহবিলে ১ লাখ টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডিরেক্টরস গিল্ডের সদস্যরা সম্মিলিতভাবে একটা তহবিল গড়েছেন। করোনা সংক্রমণ রোধে নাটকের সব ধরনের শুটিং বন্ধ রাখা হয়েছে। এতে দৈনিক মজুরিতে কাজ করা শুটিং ইউনিটের সদস্যদের পাশাপাশি যারা স্বল্প আয়ের পরিচালক তারাও অর্থনৈতিকভাবে দুঃসময় পার করছেন। আর এ পরিস্থিতিতে সহকর্মীর দিকে সহযোগিতার হাত বাড়িয়েছে সংগঠনটি।

চীনের উহান থেকে শুরু হওয়া এই করোনা ভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে ১৬৭ জন।

আইএন

  • সর্বশেষ
  • পঠিত