ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ফুটবলার থেকে কৌতুক অভিনেতা কাবিলা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২০, ১৪:৩৪

ফুটবলার থেকে কৌতুক অভিনেতা কাবিলা

পর্দায় নানারকম হাস্যরসাত্মক অভিনয় ও ডায়লগ দিয়ে দর্শক হাসানোর কাজটি করেন কৌতুক অভিনেতা। পুরো সিনেমায় রোমান্স, ফাইটের বাইরে দর্শক মুখিয়ে থাকেন হাস্যরসাত্মক কিছু দেখার জন্য। ঢাকাই সিনেমায় কৌতুক অভিনেতা হিসেবে অন্যতম কাবিলা। পর্দায় তাঁর উপস্থিতি মানেই যেন দর্শকদের মুখে হাসির ফোয়ারা। অনেকদিন ধরে চলচ্চিত্রে দেখা যাচ্ছেনা তাকে। অসুস্থ হয়ে মাঝে চিকিৎসাধীন ছিলেন তিনি।

হঠাৎ করেই তার কণ্ঠনালীতে ভয়াবহ অসুখ দেখা দেয়। দুই বছর আগে গলায় অস্ত্রোপচারও করা হয়েছে। কিছুটা সুস্থ হলেও তার স্বভাবসুলভ স্বরে কথা বলতে পারেন না কাবিলা। তাই সিনেমায় আগের মতো কাজ করেন না। বেছে বেছে পছন্দ হলে টুকটাক অভিনয় করার চেষ্টা করেন। সেক্ষেত্রে তার সংলাপ ডাবিং করা হয়। তবে শিগগিরই আবারও পর্দায় ফিরবেন তিনি।

কাবিলা চলচ্চিত্রে আসার আগে ছিলেন একজন ফুটবলার। বিভিন্ন ক্লাবের হয়ে আশি দশকে প্রথম বিভাগে ফুটবল খেলেছেন। তিনি ছিলেন ডিফেন্ডার। বল নিয়ে তার সামনে এলে অনেক ফুটবলারই ঘাবড়ে যেতেন। ফুটবল থেকে হঠাৎ চলচ্চিত্রে পা রাখেন। চলচ্চিত্রে আসা মাত্রই নজরুল থেকে তাঁর নাম পাল্টে রাখা হয় কাবিলা।

১৯৮৮ সালে ‘যন্ত্রণা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। প্রথমদিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে কৌতুকাভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেন। প্রায় হাজারের উপর চলচ্চিত্রে অভিনয় করেছেন। কৌতুক অভিনেতা হিসেবে কাবিলা যখন অভিনয় শুরু করলেন তখন তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায়। পর্দায় তার চালচলন, পোশাক, অভিনয় দেখে দর্শক হাসিতে লুটিয়ে পড়েন। নির্মাতাদের কাছে তিনি হয়ে উঠেন অনিবার্য এক অভিনেতা।

এই মুহূর্তে সময় কাটছে তার গ্রামের বাড়ি বরিশালে। কাবিলা জানান, ‘প্রায় দুই সপ্তাহের মতো হয়েছে আমি এখানে এসেছি। আগে ঢাকাতেই ছিলাম। এখানে এসেছি একটু ভালো লাগছে। প্রাণ ভরে খোলা হাওয়াতে হাঁটা চলা করা যাচ্ছে। ব্যায়াম করছি। নিজেকে ফিট রাখছি। আসলে গ্রামে আসলে আমার খুবই ভালো লাগে।’

গ্রামে সময় কাটছে কি করে, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গ্রামে আমার একটি বাগান বাড়ি আছে। এখানে শুটিং স্পট করার চিন্তা ভাবনা করছি। এই বাগানবাড়ি নিয়েই এখন সময় কাটছে। তাছাড়া দুটো পুকুর আছে সেখানে মাছ চাষ হচ্ছে। এখানে ‘কাবিলা ফুটবল একাডেমী’ নামে একটি স্পোর্টস ক্লাবও। মাঝে মধ্যে সেখানে গিয়ে ছেলেদের বিভিন্ন টিপস দিই। আড্ডা দিই। এভাবেই সময় কেটে যায়।’

‘ঢাকায় কিছু কাজ আছে। চলতি মাসের ৭ তারিখে যাবো। সেখানে কাজগুলো গুছিয়ে আবার গ্রামে আসবো’- যোগ করেন কাবিলা।

নিজের সিনেমার ব্যস্ততা প্রসঙ্গে কাবিলা জানান, ‘শেষ শুটিং করেছিলাম দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির জন্য। এরপর কিছু নতুন সিনেমার ব্যাপারে কথা হলেও এখন করোনার জন্য সব বন্ধ আছে। অবস্থা পরিবর্তন হলে কিছু কাজ করবো। এই গলা নিয়ে কাজ করতে কষ্ট হয়। তবুও করতে হবে। কারণ এটা তো পেশা।’

‘তবে যেটা মনে হচ্ছে করোনা পুরোপুরি বিদায় নিতে সময় লাগবে। এতো দীর্ঘ সময় বেকার হয়ে থাকা সমস্যার। তাই অনেকে শুটিং শুরু করে দিয়েছেন। এমন অবস্থায় কাজ করা ঝুঁকির। তবুও যদি আমাকে কারোর প্রয়োজন হয় যাদের শিডিউল দেয়া আছে, তবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কাজ করার চেষ্টা করবো। আমি চাইবো না আমার জন্য কোনো প্রযোজক ও পরিচালকের ক্ষতি হোক।’

আইএন

  • সর্বশেষ
  • পঠিত