ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

জনপ্রিয় গীতিকার আব্দুল্লাহেল বাকী আর নেই

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২০, ১৬:০৬  
আপডেট :
 ১০ জুলাই ২০২০, ১৬:১৬

জনপ্রিয় গীতিকার আব্দুল্লাহেল বাকী আর নেই

দুই বাংলার জনপ্রিয় শিল্পী হৈমন্তী শুক্লার বাংলাদেশে রিলিজ হওয়া প্রথম একক এলবামের সবগুলো গানের গীতিকার মো. আব্দুল্লাহেল বাকী। কথা ও সুরসমৃদ্ধ ‘মন আয়নাতে মন দেখেছি’ শিরোনামের উক্ত এলবামটির গানগুলো এখনো হৃদয় ছুঁয়ে যায়।

সুবীর নন্দীসহ একালের অনেক জনপ্রিয় শিল্পীদের গানের গীতিকার তিনি। গত ৩ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন গীতিকার আব্দুল্লাহেল বাকী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ রেখে গেছেন অসংখ্য গুণগ্রাহী। ৪ জুলাই নওগাঁর আত্রাইয়ের নন্দী গ্রামে মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় তাকে।

ব্যক্তিজীবনে তিনি একজন প্রকৌশলী ছিলেন। সাদামনের মানুষ হিসেবে খ্যাত আব্দুল্লাহেল বাকী একজন কবিও। জনপ্রিয় হয়েছিল ‘চেতনা’ শিরোনামের কবিতার বইসহ বেশ কয়েকটি বই।

তার অধিকাংশ গানের সুরকার ও সংগীত পরিচালক গোলাম সারোয়ার তার সম্পর্কে বলেন, আব্দুল্লাহেল বাকী একজন গুণী গীতিকার এবং লেখক। বাংলাদেশ টেলিভিশনের একজন প্রথম শ্রেণির গীতিকার। তাঁর লেখা হামদ ও নাত অত্যন্ত সমৃদ্ধ ও জনপ্রিয়। ক্ষণজন্মা এই ব্যক্তি চিরকাল তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।

  • সর্বশেষ
  • পঠিত