ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪১ মিনিট আগে
শিরোনাম

দেশে ফিরলেন দীঘি

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ০৩:৪২  
আপডেট :
 ১০ এপ্রিল ২০২১, ০৩:৪৬

দেশে ফিরলেন দীঘি
সংগৃহীত ছবি।

করোনার কারণে টিকিট না পেয়ে মুম্বাইয়ে আটকে পড়া দীঘি অবশেষে দেশে ফিরেছেন। শুক্রবার দুপুরে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান এই অভিনেত্রী।

ভারতে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। তাই বিমানের টিকিট না পেয়ে তাকে মুম্বাইতে থাকতে হয়েছিল।

শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শুটিংয়ে অংশ নিতে মুম্বাই গিয়েছিলেন দীঘি। শুটিং শেষ করেও তিনি ঢাকা ফিরতে পারছিলেন না।

দেশে ফেরার প্রসঙ্গে দীঘি বলেন, অবশেষে দুই সপ্তাহের বেশি সময় পর ঢাকায় ফিরলাম। অনেক ভয় কাজ করছিলো৷ এখন ভালো লাগছে। স্বস্তি অনুভব করছি। তবে মুম্বাই থেকে চলে আসার সময় খারাপও লাগছিল। কারণ এতোদিন একটা টিমের সঙ্গে ছিলাম৷

ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ সিনেমার বায়োপিকে বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রের অভিনয় করছেন দীঘি। এর আগে, শুটিংয়ে অংশ নিতে গত ২৫ মার্চ মুম্বাই যান দীঘি।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত