ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

আমি সবসময়ই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে: অপূর্ব

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২১, ১৭:২৫  
আপডেট :
 ১০ মে ২০২১, ১৯:০০

আমি সবসময়ই চেষ্টা করি ভালো কিছু উপহার দিতে: অপূর্ব
জিয়াউল ফারুক অপূর্ব; ছবি: আতিক রহমান

করোনার প্রকোপে চলতি মাসের শুরুর দিকেই কাজ বন্ধ রেখেছিলেন ছোট পর্দার সুপারস্টার জিয়াউল ফারুক অপূর্ব। ভেবেছিলেন ঈদের আগে নতুন কোনো কাজ করবেন না। সার্বিক পরিস্থিতি বিবেচনা ও ভিন্নধর্মী কিছু গল্পে আগ্রহ বাড়ায় গেল কিছুদিন আগে আবারও শুটিং শুরু করেন তিনি। এরমধ্যে শেষ করেছেন নতুন তিনটি নাটকের কাজ। সেগুলো হলো- তেজপাতা, রক রবীন্দ্র ও অহং। ঈদের আগে অংশ নেবেন আরও একটি নাটকে।

‘তেজপাতা’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এখানে অপুর্বর সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। ‘রক রবীন্দ্র’ ও ‘অহং’ নাটক দুটি পরিচালনা করেছেন মহিদুল মহিম ও শিহাব শাহীন। দুটি নাটকেই অপূর্বর সঙ্গে পর্দায় হাজির হবেন নন্দিত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এ নাটকের মাধ্যমে ১৩ বছর পর একসঙ্গে কাজ করেছেন অপূর্ব-তিশা।

এ জুটি প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘এ জুটিটি আগেও দর্শক ভীষণ পছন্দ করেছিলো যার কারণে নতুন করে আমাদের একসাথে কাজ করায় দর্শকদের মধ্যেও একটা বাড়তি আগ্রহ লক্ষ্য করছি। কেন এতদিন কাজ হয়নি সেসব প্রসঙ্গের চেয়ে আমি মনে করি কাজের দিকে মনোযোগ দেওয়াটাই ভালো। আমার কিন্তু মনেই হয়নি যে অনেকদিন পর কাজ করছি। আমরা দুজনেই বেশ আনন্দ নিয়ে কাজ করছি।’

ঈদের কাজ প্রসঙ্গ অপূর্ব বলেন, ‘প্রথমে তো ভেবেছিলাম এবার ঈদে কাজ করতে পারবো না। পরে কিছু সুন্দর গল্প পেলাম যার কারণে মনে হলো যে ঈদে দর্শকদের কিছু নতুনত্ব উপহার দিই। তার জন্য কিছুটা রিস্ক নিয়ে হলেও কাজ শুরু করেছি। ঈদের জন্য নতুন যে তিনটি কাজ করেছি, তার প্রত্যেকটাই দারুণ গল্প, দর্শকদের কাছে ভালো লাগবে; আমার বিশ্বাস। ঈদের আগে আর একটি কাজ করবো, মাহমুদ মাহিনের। এরপর আর করছি না। এই কাজগুলোর পাশাপাশি আগের করা বেশ কিছু কাজ প্রচার হবে বলে জেনেছি।’

তিনি আরও বলেন, ‘টানা কাজ করতে গেলে আমি বেশ ক্লান্ত হয়ে পড়ি। আমার ব্যাকপেইনের সমস্যাটা বেড়ে যায়। তারপরও সবকিছু সামলে নিয়ে দর্শকদের জন্য কাজ করি। চেষ্টা করি তাদেরকে ভালো কিছু উপহার দিতে। কাজ শেষ করে ঈদে কয়েকদিন বিরতি নেবো। পরিবারের সঙ্গে সময় কাটাবো আর কাজগুলো দেখবো। অপেক্ষায় থাকবো দর্শকদের প্রতিক্রিয়ার। কিছুদিন বিরতি কাটিয়ে আবারো কোরবানি ঈদের জন্য কাজে নেমে পড়তে হবে। সবার ঈদ সুন্দর কাটুক, এটাই কামনা করবো।’

নতুন এ নাটকগুলো ছাড়া অপূর্ব অভিনীত এবার ঈদে প্রচার হওয়ার তালিকায় রয়েছে- ব্রেকিং নিউজ (রুবেল হাসান), রক্ত (রাকেশ বসু), ফিজিক্স ক্যামিস্ট্রি ম্যাথ (রাকেশ বসু), ব্লাড ( মাহমুদুর রহমান হিমি), পাশের বাসার ছেলেটা (শিহাব শাহীন), প্রাণের মানুষ আছে প্রাণে ( শিহাব শাহীন), কতিপয় স্বল্পমেয়াদী প্রেম ( শিহাব শাহীন), ট্রল ( সঞ্জয় সমদ্দার) , নগর জোনাকি (শিহাব শাহীন) ইত্যাদি।

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত