ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

প্রেমের গল্পে ‘কান পেতে রই’, পরিচালনায় আবুল হায়াত

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২১, ১৩:১৮

প্রেমের গল্পে ‘কান পেতে রই’, পরিচালনায় আবুল হায়াত

পাঁচ মাস আগে একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা, কাহিনীকার ও নির্দেশক আবুল হায়াত ‘মেঘ ময়ূরীর গল্প’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছিলেন আবুল হায়াত নিজেই। করোনাকালীন সময়ে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে অভিনয়ে ফিরে তারপর পরিচালনায় ফিরেছিলেন তিনি।

আবারো তিনি নিজের রচনা ও পরিচালনায় ‘কান পেতে রই’ নামের একটি নাটক নির্মাণ করেছেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান, শাহেদ শরীফ খান, দীপা খন্দকার, শিশুশিল্পী অবনী ও আরাফাত। শিগগিরই চ্যানেল আইতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে।

নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে আবুল হায়াত বলেন,‘কান পেতে রই মূলত একটি প্রেমের গল্পের নাটক। এ নাটকের মধ্য দিয়ে আমি একটি বিষয়ই তুলে ধরতে চেয়েছি, তা হলো-ভালোবাসার কোন মৃত্যু নেই। এতে আমার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধেয় দিলারা জামান এবং আমার পুত্র এবং পুত্রবধূর চরিত্রে অভিনয় করেছেন শাহেদ ও দীপা।’

দিলারা জামান বলেন,‘হায়াত ভাইয়ের লেখা গল্পে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সবসময়। তিনি বেশ ধরে ধরে কাজ করেন বলে কাজটাও ভালো হয়।’

শাহেদ শরীফ খান বলেন,‘নাটেক কিংবা সিনেমায় কাজ করার ক্ষেত্রে চরিত্রটি গুরুত্বপূর্ণ কী না সেটাই আসলে আমার কাছে বিশেষভাবে দেখার বিষয়। আমি এখনো নিয়মিত অভিনয় করছি, পরিচালকরা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন-এটাই একজন অভিনেতা হিসেবে আমার বড় প্রাপ্তি। আমি আজীবন অভিনয়টাই ভালোবেসে করে যেতে চাই।’

দীপা খন্দকার বলেন,‘আমি সবসময়ই বলে এসেছি যে সিনিয়র শিল্পীদের সঙ্গে কিংবা জীবন্ত কিংবদন্তী শিল্পীদের সঙ্গে কাজ করতেই আমার বেশি ভালো লাগে। কারণ তাদের কাছ থেকে অনেক কিছুই শেখা যায়। তারা প্রত্যেকেই আমার কাছে মনে হয় অভিনয়ের পাঠশালা। হায়াত আঙ্কেল বা দিলারা আন্টির সাথে কাজ করেও আমি নিজেকে অভিনয়ে এখনো সমৃদ্ধ করার চেষ্টা করি। এটাইতো অনেক বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা হায়াত আঙ্কেলকে এ নাটকে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

এদিকে আবুল হায়াত আগামী বিজয় দিবসে আরো একটি নাটক নির্মাণ করবেন এটিএন বাংলার জন্য। আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তিনি নাটক ও সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত থাকবেন। দিলারা জামান গতকাল এবং আজ পূবাইলে একটি নাটকের কাজে ব্যস্ত থাকবেন। শাহেদ শরীফ খান আজ থেকে নতুন একটি সিনেমার কাজও শুরু করতে যাচ্ছেন। দীপা খন্দকার অভিনীত নিমা রহমান পরিচালিত ‘গুলশান এভিনিউ সিজন টু’ শিগগিরই বাংলাভিশনে প্রচার শুরু হতে যাচ্ছে।

ছবি : আলিফ রিফাত

বাংলাদেশ জার্নাল/আইএন

  • সর্বশেষ
  • পঠিত