ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

টিভিতে ঈদের দ্বিতীয় দিন যা দেখা যাবে

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২২, ১১:৪০  
আপডেট :
 ১২ জুলাই ২০২২, ১২:১৯

টিভিতে ঈদের দ্বিতীয় দিন যা দেখা যাবে
ছবি: সংগৃহীত

ঈদের দ্বিতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন। পাঠকদের জন্য ঈদের দিনে টিভি চ্যানেলগুলোর আয়োজন সম্পর্কে তুলে ধরা হলো-

নাগরিক

সকাল ৮টায় সিনেমা ইঞ্চি ইঞ্চি প্রেম। অভিনয়ে বাপ্পী, ববি। সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা স্বামী স্ত্রীর যুদ্ধ। অভিনয়ে শাবনূর, মান্না, পূর্নিমা। বেলা ১টা ৫ মিনিটে সিনেমা মাই নেম ইজ খান। অভিনয়ে শাকিব খান,অপু বিশ্বাস।

বিকেল ৪টা ১৫ মিনিটে সিনেমা হিরো দ্য সুপারস্টার। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক লায়িকার মা। অভিনয়ে কেয়া, মুকিত জাকারিয়া।

রাত ৮টা ৫ মিনিটে নাটক তুমি আমি পাশাপাশি। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক অসহ্য মাখন। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম।

রাত ৯টা ৫০ মিনিটে ধারাবাহিক গার্লস গ্রুপ অভিনয়ে নাদিয়া মীম, নাবিলা। রাত ১০টা ২৫ মিনিটে ধারাবাহিক কমন গার্লফ্রেন্ড। অভিনয়ে জামিল, সীমান্ত, প্রাণ রায়। রাত ১১টা ৫ মিনিটে নাটক সিইও স্যার। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম।

বাংলাভিশন

সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ফুল এন্ড ফাইনাল। অভিনয়ে শাকিব খান, ববি। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম বিয়ে। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম।

বিকেল ৫টায় ঈদের ধারাবাহিক নাটক গফুরের জোড়া জামাই। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান। বিকেল ৫টা ৩০ মিনিটে নাটক সাদী মোবারক। অভিনয়ে ফারহান, পড়শী।

সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নাটক কিচির মিচির। অভিনয়ে অপূর্ব, পায়েল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক তবুও মনে রেখো। অভিনয়ে তাহসান, সাফা কবির।

রাত ৮টা ৪০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক উড়াল দেব আকাশে। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৯টা ২৫ মিনিটে নাটক আমার আপনজন। অভিনয়ে মোশাররফ করিম, চমক।

রাত ১০টা ৪৫ মিনিটে নাটক আই হেট ইউ বাড়িওয়ালা। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক হারানো সংবাদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন।

দুরন্ত

দুপুর ১২টায় ধারাবাহিক অদ্ভুতুড়ে বইঘর। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘প প্যাট্রোল’। বেলা ১টায় ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। বেলা ১টা ৩০ মিনিটে ‘ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস’।

বেলা ২টায় ‘বাবল গাপিস’। বেলা ৩টায় বিদেশি সিনেমা ঈপ। বিকেল ৫টা ৩০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। সন্ধ্যা ৬টায় দ্য ‘ইংলিশ ক্লাব’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রঙের খেলায় সুরের ভেলায়’। সন্ধ্যা ৭টায় ‘প প্যাট্রোল’।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘ব্লেজ আ্যান্ড দ্য মনস্টার মেশিনস’। রাত ৮টায় ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক অদ্ভুতুড়ে বইঘর।

রাত ৯টা ৩০ মিনিটে ‘গল্প শেষে ঘুমের দেশে’। রাত ১০টায় বিদেশি সিনেমা স্নো কুইন।

দেশ টিভি

সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা স্নেহ। অভিনয়ে সালমান শাহ, মৌসুমী। বেলা ৩টায় ‘গানে আনন্দে’। শিল্পী নিশীতা বড়ুয়া। সন্ধ্যা ৬টায় নাটক অসমাপ্ত। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নাটক উইথ লাভ নুসরাত।

আরটিভি

সকাল ১০টা ১০মিনিট: বাংলা ছায়াছবি- দাদীমা। অভিনয়ে- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টা ১০মিনিট: ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। পরিচালক- দেবাশীষ বিশ্বাস। অভিনয়ে- অপু বিশ্বাস, বাপ্পী চৌধুরী, সাদেক বাচ্চু প্রমুখ।

বিকেল ৫টা ৩০মিনিট: ইয়াং স্টার শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ক্লাব ইয়াং স্টার’পর্ব ২। প্রযোজক- সোহাগ মাসুদ।

সন্ধ্যা ৬টা: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’। রচনা- কাজী জামান, পরিচালনা- ইসমে আজম স্বপন। অভিনয়ে- জাহিদ হাসান, শেহতাজ মুনীরা হাশেম, মিনু মমতাজ, মানস বন্দোপাধ্যায়, তামিমা মিতু, আফরোজা হোসেনসহ অনেকেই।

সন্ধ্যা ৭টা: একক নাটক ‘বাঁচিবার হলো তাঁর সাধ!’। রচনা ও পরিচালনায়: ভিকি জাহেদ। অভিনয়ে: আফরান নিশো, তানজিম সুরাইয়া ততিনি প্রমুখ।

রাত ৮টা: একক নাটক ‘রিক্সা গার্ল’। রচনা: আহমেদ তওকির, পরিচালনা: রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে- তানজিন তিশা, সোহেল মণ্ডল প্রমুখ।

রাত ৯টা: ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’। রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- নিয়াজ মাহবুব। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, অহনা রহমান, আহসান হাবিব নাসিম, শাহনাজ খুশি, ডলি জহুর, আজিজুল হাকিমসহ অনেকেই।

রাত ৯টা ৩০মিনিট: একক নাটক ‘লগ ইন লগ আউট’। রচনা- অর্ক মোস্তফা, পরিচালনা- রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে- জোভান, সামিরা খান মাহি প্রমুখ।

রাত ১১টা: একক নাটক ‘চাতক’। রচনা- বৃন্দাবন দাস, পরিচালনা- সকাল আহমেদ। অভিনয়ে- চঞ্চল চৌধুরী, তাসনুভা তিশা প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত