ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩০ জুন ২০২৩, ০২:৩৪  
আপডেট :
 ৩০ জুন ২০২৩, ১২:১৯

অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন
অভিনেত্রী মিতা চৌধুরী । ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেত্রী মিতা চৌধুরী মারা গেছেন। লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'মিতা চৌধুরী ক্যান্সারে ভুগছিলেন। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।'

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা নিজের ফেসবুকে মিতা চৌধুরীর সঙ্গে তোলা ছবি শেয়ার করে বলেন, আমার প্রথম টিভি নাটক ‘বরফ গলা নদী’তে মিতা চৌধুরীর সঙ্গে কাজ করে ছিলাম।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাট্য অভিনেতা ও নাট্য নির্দেশক আল মনসুর বলেন, মিতা চৌধুরী এমনই একজন শিল্পী, যাকে অনুজরা আদর্শ হিসেবে মেনে নিতে দ্বিধাবোধ করেননি কখনই। তার শৈল্পিক ভাবনা ও সৃষ্টিশীলতা সব সময় অনুপ্রেরণা জোগায়।

সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন। তার বিখ্যাত কাজের মধ্যে আছে, বরফ গলা নদী, ডলস হাউজ ইত্যাদি। বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

বাংলাদেশ জার্নাল/আরআই

  • সর্বশেষ
  • পঠিত