ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ফোক ফেস্ট শুরু আজ, যারা থাকছেন পরিবেশনায়

  বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১৪:৫৫

ফোক ফেস্ট শুরু আজ, যারা থাকছেন পরিবেশনায়

বাংলাদেশ ও এ দেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরতে আবারও শুরু হচ্ছে লোকসংগীতের উৎসব। লোকসংগীতকে ঘিরে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ শুরু হচ্ছে আজ। সন্ধ্যায় জমকালো উদ্বোধনীর মাধ্যবে পর্দা উঠছে ফোক ফেস্টের।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই আসর। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে এর সমাপনি পর্ব।

এবারের উৎসবে অংশ নিচ্ছেন সাতটি দেশের মোট ১৭৪ জন শিল্পী। প্রথম দিনের আয়োজনে থাকছে বাংলাদেশের ভাবনা নৃত্যদল, পোল্যান্ডের গানের দল দিকান্দা, ভারতের ওয়াড়ালি ব্রাদার্স, বাংলাদেশের আবদুল হাই দেওয়ান ও ভারতের সাত্যকি ব্যানার্জির পরিবেশনা।

নিবন্ধিত দর্শকরা সন্ধ্যা ছয়টা থেকে মাঠে ঢুকতে পারবেন। তবে নিরাপত্তার কারণে সঙ্গে কোনও ব্যাগ, ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক বা হেডফোন নেওয়া যাবে না।

উৎসবটি সরাসরি দেখা যাবে মাছরাঙা টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্ম বায়স্কোপে।

বাংলাদেশ জার্নাল/কেআই/

  • সর্বশেষ
  • পঠিত