ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ইউটিউবে মুক্তি পেলো সুজনের ৪টি দেশের গান

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:১৫  
আপডেট :
 ১৬ জানুয়ারি ২০১৯, ১৪:২৬

ইউটিউবে মুক্তি পেলো সুজনের ৪টি দেশের গান

বৃহত্তর ময়মনসিংহের কৃতিসন্তান গীতিকার সুজন হাজং। সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ তিনি। একাধারে কবি, গীতিকার, উপস্থাপক, অনুবাদক এবং তরুণ এই রাজনীতিবিদ ।

হাজং জনগোষ্ঠী থেকে প্রথম নেত্রকোনা ১ আসন থেকে মনোনয়ন কিনেছিলেন এই শিল্পী। তিনি বেশ কিছু আধুনিক গানের পাশাপাশি অসংখ্য দেশের গান লিখেছেন। তার লেখা গানে দেশবরেণ্য সংগীতশিল্পীসহ নতুন প্রজন্মের অনেকেই কণ্ঠ দিয়েছেন ।

সম্প্রতি সুজন হাজংয়ের কথায় যাদু রিছিলের সুর এবং সংগীতায়োজনে ৪ টি দেশের গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, প্রিয়াংকা গোপ, সুস্মিতা সাহা। গান গুলো গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ টিভিতে প্রকাশ করা হয়েছে ।

গীতিকার সুজন হাজং গান প্রসঙ্গে বলেন, দেশের প্রতি গভীর মমত্ববোধ,ভালবাসা এবং শ্রদ্ধা থেকেই আমি এই গানগুলো লিখেছি । নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আমার লেখা এই গানগুলো সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত