ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রফিক শিকদারের ‘মায়ের স্বপ্ন’ নিয়ে নিরব

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৬

রফিক শিকদারের ‘মায়ের স্বপ্ন’ নিয়ে নিরব

নির্মাতা রফিক শিকদার।গত বছর ভূল চিকিৎসায় মারা যান তার মা। মাকে হারিয়ে জীবনের সেই তিক্ত অভিজ্ঞতাকে পুঁজি করে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক রফিক শিকদার। ‘মায়ের স্বপ্ন’ শিরোনামের ছবিটি নির্মাণের প্রস্তুতি শেষ। ছবিটিতে নায়ক নিরব।

রফিক শিকদার বলেন, ‘ছবির নাম পরিচালক সমিতিতে নিবন্ধন করেছি। গল্প লেখার কাজ শেষ করেছি, এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। ছবির গান রেকর্ডিং হয়ে গেছে। আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে ছবির শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। এই ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা নিরব।’

ছবির গল্প নিয়ে রফিক সিকদার বলেন, ‘আমার মায়ের বেলায় যা হয়েছে, তা অন্য কোনো মানুষের জীবনে যেন না হয়। তবে আমি সব ডাক্তারকে চোর বলছি না। আমাদের দেশের নব্বই শতাংশ ডাক্তার মানবিক, এমনও দেখা গেছে যাঁরা বিনামূল্যে চিকিৎসা করেন। তবে তাঁদের মধ্যে দু-একজন আছেন, যাঁরা রক্তচোষা ডাক্তার। যাঁরা আমার মায়ের মতো হাজারো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেন। আমি এই গল্পের মধ্য দিয়ে সেই ডাক্তারদের মুখোশ উন্মোচনের চেষ্টা করব।’

উল্লেখ, গত বছর রফিক শিকদারের মা মারা যান কিডনি রোগের কারণে। তিনি তখন অভিযোগ করেছিলেন, চিকিৎসকরা তার মায়ের কিডনি বিক্রি করে দিয়েছিলেন। এটি নিয়ে তিনি মামলাও করেন। মামলাটি এখন হাইকোর্টে বিচারাধীন।

বাংলাদেশ জার্নাল/ এএ

  • সর্বশেষ
  • পঠিত