ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী: মুনমুন

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০৫  
আপডেট :
 ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী: মুনমুন

‘মুনমুন’ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের বেশ আলোচিত একটি নাম। ১৯৯৭ সালে মৌমাছি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে যাত্রা শুরু তার। ১৯৯৭-২০০৩ সাল পর্যন্ত বেশ দাপটের সাথেই অভিনয় করেছেন এই নায়িকা। আলোচোনায় থাকার পাশাপাশি হয়েছেন বেশ সমালোচিতও। আর তাই ২০০৩ সালের পরে চলচ্চিত্র থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নেন মুনমুন।

চলচ্চিত্র পাড়ার অনেকেই বলে থাকে সে সময় মুনমুনকে কেন্দ্র করেই অশ্লীলতা নির্ভর অ্যাকশন চলচ্চিত্র নির্মিত হতে শুরু হয়। তবে এ বিষয়টি মানতে নারাজ অ্যাকশন লেডি মুনমুন। চলচ্চিত্র থেকে বেশ কিছু দিন দূরে থাকলেও আবারো চলচ্চিত্র নিয়ে ব্যস্ত হয়েছেন এই নায়িকা।

সম্প্রতি একটি এফএম রেডিওতে নিজের ব্যক্তি জীবনসহ ক্যারিয়ারের বিভিন্ন দিক নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। অনুষ্ঠানের শুরুতে মুনমুনকে প্রশ্ন করা হয়, এক সময় আপনাকে বিতর্কিত রাণী বলা হতো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার বন্ধু বেশিতো তাই এমনটা শোনা যেতো।’

‘ছবি মুক্তির পর হলে গিয়ে মুনমুন ছবি দেখতেন না কিন্তু কেন?’ জানতে চাইলে তিনি বলেন, ‘কাজ নিয়ে এতো ব্যস্ত থাকতাম যে হলে গিয়ে ছবি দেখার সময় পেতাম না।’

‘চলচ্চিত্রে যখন নিয়মিত কাজ করতেন তখন শাবনূর ও পপির মাঝে কাকে নিজের প্রতিদ্বন্দ্বী বেশি ভাবতেন’ জানতে চাইলে মুনমুন বলেন, ‘তারা দু’জনই আমার বেশ ভালো বন্ধু ছিলো আর প্রতিদ্বন্দ্বী যদি বলতে হয় তাহলে বলবো আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী।’

‘এক জীবনে মানুষ অনেক কিছু পারে না। সেক্ষেত্রে মুনমুন কোন জিনিসটি এখনো পারে না’ জানতে চাইলে হেসে হেসে বলেন, ‘আমি এখনো গাড়ি চালাতে জানি না।’

‘এখন পর্যন্ত নেয়া জীবনের বিভিন্ন সিদ্ধান্ত গুলোর মাঝে ভুল কোনটি বলে আপনি মনে করেন’ এমন প্রশ্নের জবাবে মুনমুন সরাসরি বলেন, ‘বিয়ে আমার জীবনের ভূল সিদ্ধান্ত।’

প্রসঙ্গত, ২০০০ সালের দশকে বাংলাদেশি চলচ্চিত্রে নগ্নতা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছিলো। এই সময়ে মুনমুন অভিনীত বেশ কিছু চলচ্চিত্রে নগ্নতা দেখা যায়। তবে মুনমুনকে কোন চলচ্চিত্রে নগ্ন ভাবে অভিনয় বা নৃত্য করতে দেখা যায়নি। এই সময়ে মুনমুন ছিলেন একজন প্রথম সারির নায়িকা। তাকে হেয় বা সমালোচিত করতে একটি মহল তার নামের পাশে অশ্লীল শব্দের ব্যবহার করা শুরু করে। তার নামের সাথে ওই মহলের সংশ্লিষ্টরা "বি" গ্রেডের কিছু নায়িকার নাম জুড়ে দেয়াও শুরু করে। এসব দেখে মুনমুন চলচ্চিত্র ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন।

মুনমুন দু’বার বিয়ে করেছেন। তার প্রথম বিয়ে হয় ২০০৩ সালে সিলেটের একজন ব্যাবসায়ীর সাথে। তার সাথে তিনি যুক্তরাজ্যে চলে যান। ২০০৬ সালে তার প্রথম বিবাহ বিচ্ছেদ ঘটে। ২০১০ সালে দ্বিতীয় বিয়ে করেন চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন উদীয়মান নায়ক ও প্রযোজককে। এখন তার দুই পুত্র সন্তান রয়েছে। দুজন সন্তানকেই তিনি ইংরেজী মাধ্যমে পড়াশুনা করাচ্ছেন।

বর্তমানে মুনমুন গার্মেন্টস ব্যাবসার সাথে জড়িত। ঢাকার উত্তরায় তিনি একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন।

বাংলাদেশ জার্নাল/এএ

  • সর্বশেষ
  • পঠিত