ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

জয়াকে নিয়ে ছবি নির্মাণ করতে চান পরমব্রত

  আসিফ আলম

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৭:৩৬  
আপডেট :
 ১২ এপ্রিল ২০১৯, ১৮:১৯

জয়াকে নিয়ে ছবি নির্মাণ করতে চান পরমব্রত

কলকাতার বড় পর্দার প্রিয়মুখ পরমব্রত চট্টোপাধ্যায়। ভিন্ন ঘরনার চলচ্চিত্র দিয়ে নিজের জায়গা শক্ত করে নিয়েছেন এই অভিনেতা। শুধু কলকাতা নয় বাংলাদেশেও তার ভক্ত নেহাত কম নয়। বাংলাদেশে ‘ভুবন মাঝি’ ও ‘ভয়ংকর সুন্দর’ শিরোনামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পেয়েছেন প্রশংসা। সেই ধারাবাহিকতায় আবারো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করছেন।

শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ শিরোনামের চলচ্চিত্রটি এবার পরমব্রতকে দেখা যাবে রকস্টার চরিত্রে। ছবিটির শুটিং ইতোমধ্যে শেষের দিকে। সম্প্রতি চলচ্চিত্রটি নিয়ে ও অন্যান্য বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরমব্রত।

বাংলাদেশের রকস্টারদের নিয়ে পরমব্রতর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘রকস্টার বলতে আমরা শুধু একটা চেহারা ভাবি। রকস্টারের সঙ্গে কিন্তু জায়গা বিশেষে বদলায়। সময়ের সঙ্গেও বদলায়। একজন রকস্টার বলতে যে চেহারাটা ভেসে ওঠে আমাদের সামনে সেটার চর্চাটা কিন্তু পশ্চিমবঙ্গের চাইতে বাংলাদেশে বেশি। আমরা খুব ছোটবেলা থেকে সোলস, মাইলসসহ বেশকিছু ব্যান্ডের নাম জানি। হেভি মেটাল বা হার্ড রক কলকাতা থেকে বাংলাদেশে বেশি হয়েছে। কয়েক বছর আগে দুই বাংলার ব্যান্ড উৎসবে বাংলাদেশ থেকে যে ব্যান্ডগুলো গিয়েছিল তাদের দেহজ্যেতি দেখে রকস্টার সুলভ মনে হয়েছে।’

‘আজব কারখানা’ রকস্টার চরিত্রে অভিনয় প্রসঙ্গে পরমব্রত বলেন, ‘আমি যখন ছবির গল্পটি শুনি তখন বুঝতে পারি যে, রকস্টার বলতে আমি যেটা ভাবি তার থেকে আলাদা। বাংলাদেশে রকস্টার মানে অন্য ভাবমূর্তি। সেটা মাথায় নিয়ে আমি ছবির চরিত্রটি নিজের করে নিয়েছি। আমার ভাবনার জয়গাটাও তৈরী হয়েছে রকস্টার কেন্দ্রিক।’

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার আপনার,সে জায়গা থেকে কতটুকু সন্তুষ্ট আপনি এমন? এমন প্রশ্নের জবাবে কলকাতার এই নায়ক বলেন, ‘না আমি পুরো সন্তুষ্ট নই। পুরো সন্তুষ্ট হলে তো সব কিছু ছেড়ে দিয়ে হিমাচল প্রোদেশে ছোট্ট একটি ঘর বানিয়ে থাকতাম।’

হিমাচল প্রোদেশেই কেন? জানতে চাইলে মুচকি হাসি দিয়ে বলেন, ‘অনেক সুন্দর জায়গা বলে। তাছাড়া পাহাড় আমার খুব পছন্দের। ছোট বেলা থেকে আমি অভিনয় শুরু করি এরপর বাইরে চলে যাই আবার ফিরে অভিনয় শুরু করি। এখন আমার প্রযোজনা প্রতিষ্ঠান আছে। পরিচালক, অভিনয় শিল্পী ও প্রযোজক হিসেবে এখনো আমার অনেক কিছু করার আছে।’

বাংলাদেশ বেশকিছু চলচ্চিচত্র অভিনয় করেছেন। বাংলাদেশের আপানার পছন্দের অভিনেতা-অভিনেত্রী কারা জানতে চাইলে পরম বলেন, ‘বাংলাদেশের বেশকিছু আর্টিসদের সঙ্গে আমি কাজ করেছি তাদের মাঝে আমি বলবো তিশা বেশ ভালো অভিনেত্রী। পাশাপাশি মম, অপর্না ও ভাবনাও। অন্যদিকে জয়া আহসানের সঙ্গে আমার কোন কাজ করা হয়নি, তবে তার সঙ্গে আমার প্রায়ই দেখা হয়, কথা হয়। জয়ার সঙ্গে কাজ করারা ইচ্ছে আছে। সেটা সহ অভিনেতার থেকে ওকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছেটাই বেশি। কেননা শুধু বাংলাদেশ নয় আমার দৃষ্টিতে উপমহাদেশের অন্যতম গুনী একজন অভিনেত্রী।’

আপানাকে এখনো কোন বাণিজ্যিক ছবিতে দেখা যায়নি। আগামী দিনে বানিজ্যিক ছবিতে আপনাকে দেখা যাবে কিনা জানতে চাইলে উত্তরে এই অভিনেতা বলেন, ‘উপমহাদেশে যে ধরনের বাণিজ্যিক ছবি নির্মিত হয় সেগুলো কেবল চকচকে দেখতে হয়েছে, মান বাড়েনি। আজও ভাবি আমরা কমার্শিয়াল ছবি মানে চকচকে পর্দা, দুবাইতে গান, কম জামাকাপড় পরে নাচ, অ্যাকশন, গ্রাফিক্স ইত্যাদি। যেদিন কর্মাশিয়াল সিনেমার মান ভালো হবে সেদিন নিশ্চয়ই কমার্শিয়াল সিনেমা করতে চাইব। আমি নিজে গিয়ে তখন অভিনয় করব। ক্যারেক্টার চাইব’

‘আজব কারখানা’ নির্মাণের জন্য ২০১৬-১৭ অর্থবছরে সরকারি অনুদান দেওয়া হয়েছে। সরকারি অনুদানের পাশাপাশি ‘আজব কারখানা’ ছবিটি প্রযোজনা করছেন সামিয়া জামান।গত ১৫ মার্চ থেকে ময়মনসিংহের কেন্দুয়া, কুষ্টিয়া আর ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির কাজ হচ্ছে।

‘আজব কারখানা’ ছবিটিতে পরমব্রতর ছাড়াও আরো অভিনয় করেছেন মডেল ও উপস্থপিকা ইমি ও দোয়েল।

বাংলাদেশ জার্নাল /এএ

  • সর্বশেষ
  • পঠিত