ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বৃদ্ধাশ্রমে পূর্ণিমা

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০১৯, ১৫:১৩  
আপডেট :
 ২৫ মে ২০১৯, ১৯:১৭

বৃদ্ধাশ্রমে পূর্ণিমা

ঢাকাই চলচ্চিত্রের মিষ্টি মুখের নায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রে দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন নানামাত্রিক চরিত্রে। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুক্রবার ঢাকাই সিনেমার এই নায়িকার দেখা মিললো একটি বৃদ্ধাশ্রমে।

রাজধানীর উত্তরার উত্তরখান এলাকার মৈনারটেক জিয়াবাগ বৈকাল স্কুলের পাশে অবস্থিত বৃদ্ধাশ্রমটির নাম ‘আপন নিবাস বৃদ্ধাআশ্রম’। সেখানে বর্তমানে পঞ্চাশেরও বেশি বৃদ্ধ মা ও বেশ কিছু প্রতিবন্ধী রয়েছেন।

সেইসব মায়েদের সঙ্গে সময় কাটলেন পূণিমা। পুরো সময়টুকু নিজের মায়ের দেখাশোনা করার মত করে সময় কাটিয়েছেন। তাদের সঙ্গে গান গেয়ে সময় কাটিয়েছেন এবং সর্বোপরি তাদেরকে অফুরন্ত ভালোবাসায় মুগ্ধ করে এসেছেন।

তিনি আরো বলেন, তাদের সঙ্গে সময়টা কাটিয়ে এবং একবেলা খাওয়াতে পেরে আমার নিজের মধ্যে একটি তৃপ্তি পেয়েছি। মনের মধ্যে একটা শান্তি অনুভব করছি।

পূর্ণিমা জানান, আমি বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে একবেলা খাবার খেয়েছি, তাদের সঙ্গে সময় কাটিয়েছি। সেখানে গিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। বৃদ্ধাশ্রমটিতে প্রায় ৫০ জনের মত বৃদ্ধ রয়েছেন যাদের মধ্যে অনেকের বয়সই ১’শ এর বেশি। এছাড়া কয়েকজন যুবতী রয়েছে, রয়েছে কিছু প্রতিবন্ধী যারা চোখে দেখতে পায় না। আমার কাছে এটা ভালো লেগেছে যে তারা একটি নির্ভরযোগ্য স্থানে আছে যেখানে তারা সঠিক যত্নটা পাচ্ছে।

২০১০ সালে মাত্র ছয়জন সর্বস্ব হারা, আপনজন হারা এবং আশ্রয়হীন বৃদ্ধা নারী নিয়ে শুরু হয় আপন নিবাস বৃদ্ধাশ্রমটির যাত্রা। বিভিন্ন রাস্তা, ট্রেন স্টেশন, লোকাল বাজার থেকে এরকম বৃদ্ধা মা যাদের কে নুন্যতম খাবার দেবার মত কেউ নেই তাদেরকে এই আশ্রমে এনে একটুখানি ভালো রাখার চেষ্টায় সেবা করে যাচ্ছেন এর প্রতিটা কর্মী।

বাংলাদেশ জার্নাল / এএ

  • সর্বশেষ
  • পঠিত