ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

বিদেশি ছবিতে সরব, নেই দেশি ছবির প্রচারণায়

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৯, ১৫:৫৯

বিদেশি ছবিতে সরব, নেই দেশি ছবির প্রচারণায়

দুই বাংলাতেই সমান তালে প্রশংসা কুড়াচ্ছেন জয়া আহসান। একটা সময় নাটকে ব্যস্ততা থাকলেও এখন থিতু হয়ে আছেন চলচ্চিত্রে। ঢাকাই ছবির পাশাপাশি ওপার বাংলার ছবিতে এখন প্রায়শই দেখা যায় জনপ্রিয় এই অভিনেত্রীকে। অভিনয় গুণেই হচ্ছেন প্রশংসিত।

ওপার বাংলায় কাজ করার পর থেকে অনেক তারকাকেই দেখা গিয়েছে দেশীয় ছবিতে নিরব থাকতে। বিদেশি ছবির প্রচারণায় নিজেকে ব্যস্ত রাখলেও দেশীয় ছবির ক্ষেত্রেই শুধু আড়ালে থাকতে দেখা গিয়েছে অনেককেই। এমন কথায় শোনা যায় চিত্রপাড়ায়।

চলতি বছরের ১০ মে কলকাতায় মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘কণ্ঠ’ সিনেমাটি। একজন রেডিও জকির দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে কণ্ঠ হারানোর এক মর্মস্পর্শী গল্পে নির্মিত সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও পায়। ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত ‘কণ্ঠ’ সিনেমাটি এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে।

কয়েক সপ্তাহ থেকেই ‘কণ্ঠ’ সিনেমার প্রচারণায় বেশ সরব দেখা যাচ্ছে জয়া আহসানকে। ফেসবুক পেইজে নিয়মিত ছবিটির আপডেট জানাচ্ছেন তিনি। শেয়ার করছেন ‘কণ্ঠ’ সিনেমার নানা ভিডিও ক্লিপও। সেইসাথে সবাইকে ছবিটি দেখতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন।

সাফটা চুক্তির আওতায় ‘কণ্ঠ’ বাংলাদেশে মুক্তি পাবে ৮ নভেম্বর। অন্যদিকে এই ছবিটির বিনিময়ে কলকাতায় যাচ্ছে জয়ার বাংলাদেশি সিনেমা ‘খাঁচা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘খাঁচা’ ছবিটি ভারতে মুক্তি পেতে যাচ্ছে। অথচ দেশীয় এই ছবিটির প্রচারণা এখনও শুরু হয়নি।

কথাশিল্পী হাসান আজিজুল হক রচিত ‘খাঁচা’ অবলম্বনে নির্মিত ‘খাঁচা’ সিনেমাটি দেশে মুক্তি পায় ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর। এটি পরিচালনা করেন আকরাম খান। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, আরমান পারভেজ মুরাদসহ অনেকে।

দেশীয় ছবি রেখে বিদেশি ছবির প্রচারণায় ব্যস্ত তারকারা, এমন প্রশ্নই তুলছেন শোবিজ সংশ্লিষ্টরা। নিজের দেশের ছবি নিয়ে কোন আগ্রহ দেখায় না এখনকার অনেকেই, কিন্তু একটা বিদেশি ছবিতে অংশ নিলেই সেই ছবির প্রচারণায় সয়লাব হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম।

সাফটা চুক্তির মাধ্যমে বদল হওয়া দুই ছবিতেই অভিনয় করেছেন জয়া আহসান। সেদিক থেকে নিজের দুই ছবি নিয়েই প্রচারণা চালানো উচিত। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। দেশি ছবি রেখে বিদেশি ছবির প্রচারণায় ব্যস্ত তিনি।

এই বিষয়ে জানতে জয়া আহসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি।

বাংলাদেশ জার্নাল/ আইএন

  • সর্বশেষ
  • পঠিত