ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ইউটিউবে এনামূল হক পলাশের ‘বাউল জন্ম’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫২

ইউটিউবে এনামূল হক পলাশের ‘বাউল জন্ম’
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের ‘বাউল জন্ম’। শনিবার জনিপ্রয় অনলাইন প্লাটফর্ম ইউটিউবে ‘স্টুডিও প্রটিউনবিডি’ নামে চ্যানেলে গানটি মুক্তি দেয়া হয়েছে। সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

‘বাউল জন্ম’ নিয়ে গীতিকার এনামূল হক পলাশ বলেন, বাউলদের প্রাণের কথাকে আমি গানে ধরার চেষ্টা করেছি। এবং কণ্ঠশিল্পী ভাটি বাংলার সুরকে দারুণভাবে উপস্থাপন করেছেন।

গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন অলক বাপ্পা। তিনি বলেন, বাউল গানের সঙ্গে মনের মাধুরী মিশিয়ে ভাটিবাংলার সুর ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। তবে গানটি গাইতে পেরে খুবই আনন্দ পেয়েছি।

জন্মেছিলাম বাউল হইয়া

তুমি হইলা একতারা।

সুরের পাখি উইড়া গেলো

তুমি আমার ঘরছাড়া।

ঘরের মধ্যে ইন্দুর ছিলো

গর্তে গর্তে ভিত্তি নাড়া,

মাটির কুঠির ছিন্ন ভিন্ন

অসংসারী দিশাহারা।

কেমন করে মানুষ হবো

বাউল জন্মের নাড়ী ছাড়া,

মনের মানুষ উদাস হয়ে

দিব্যি এখন সর্বহারা।

বাংলাদেশ জার্নাল/জিকে

  • সর্বশেষ
  • পঠিত