প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৬:৩৩
ফেনীতে সাউথইস্ট ব্যাংকের একাডেমি রোড উপশাখা উদ্বোধন
ফেনীর একাডেমি রোডে নতুন উপশাখা উদ্বোধন করেছে বেসরকারি সাউথইস্ট ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার একাডেমি রোডের আফজাল প্লাজায় এ উপশাখা উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন আনুষ্ঠানিকভাবে এই উপশাখার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সাউথইস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফেনীর আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামরুল আহসান, স্টেডিয়াম রোড ব্যবসায়ী সমিতির সভাপতি লকিয়ত উল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক মির্জা আবু তাহেরসহ গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমৃদ্ধির পথে অগ্রযাত্রায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সাউথইস্ট ব্যাংক লিমিটেড সব সময়, সব খানে, সবার জন্য উন্মুক্ত করেছে আধুনিক ব্যাংকিং সেবা। এখন থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাউথইস্ট ব্যাংকের একাডেমি রোড উপশাখা হতে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করা হবে।
বাংলাদেশ জার্নাল/কেআই