ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কুড়িগ্রামে করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২০, ১৯:২৭

কুড়িগ্রামে করোনা সন্দেহে ৭ জনের নমুনা সংগ্রহ

কুড়িগ্রামে জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ থাকায় ৭ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার ৪ জনের এবং রোববার ৩ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় ঢাকা ফেরত ৪ জনসহ ৩০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে জেলায় বিদেশ ফেরতসহ ৩১২ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান জানান, ঢাকা ফেরত ৭ ব্যক্তির জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের নমুনা সংগ্রহ করা হয়েছে তাদের ১ জনের বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়, ১ জনের বাড়ি রাজারহাট উপজেলায়, ১ জনের বাড়ি নাগেশ্বরী উপজেলা, ১ জনের বাড়ি ভুরুঙ্গামারী উপজেলা এবং ৩ জনের বাড়ি চিলমারী উপজেলা।

তবে এখনও তাদের কারো পরীক্ষার ফলাফল আসে নি বলে জানান সিভিল সার্জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত