ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

রামগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু: ৫ পরিবার লকডাউন

  লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ২৩:১৬

রামগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু: ৫ পরিবার লকডাউন

লক্ষ্মীপুরের রামগঞ্জে জ্বর-শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১টি বাড়ির ৫টি পরিবারকে লকডাউন করা হয়। মঙ্গলবার সন্ধায় এ মৃত্যুর ঘটনা ঘটে।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রওশন জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায় জ্বর, শ্বাসকষ্ট থাকায় উপজেলার দরবেশপুরের সিরাজুল ইসলাম নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধকে মঙ্গলবার বিকেলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের লোকজন। পরে তার নমুনা সংগ্রহ করে হাসপাতালে ভর্তি করান চিকিৎসক। এই সময় রোগীর লোকজন গোপনে তাকে হাসপাতাল থেকে পালিয়ে নিয়ে যাওয়ার সময় ওই বৃদ্ধের মৃত্যু হয়।

এ ঘটনার পরে দরবেশপুর গ্রামে নিহতের বাড়ীসহ ৫ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান জানান, এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়িসহ ৫টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। রিপোট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত