ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

জামালপুরে জ্বর-বমিতে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ০২:১৭  
আপডেট :
 ০৮ এপ্রিল ২০২০, ০২:২৯

জামালপুরে জ্বর-বমিতে নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

জামালপুরের মেলান্দহে মাথাব্যাথা, জ্বর ও বমিতে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের ভাবকী ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

চরবানিপাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন ভুট্টু জানান, ৩/৪ দিন আগে মেলান্দহ পৌরসভার আদিপৈত এলাকার ৪০ বছর বয়সী এক নারী ভাবকী ব্যাপারি পাড়ায় তার আত্মীয়র বাড়ি বেড়াতে আসে। এরপর ওই নারীর মাথাব্যাথা, জ্বর দেখা দেয়।

মঙ্গলবার জ্বর, মাথাব্যাথার সাথে বমি শুরু হলে বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন জানান, ওই নারীর করোনাভাইরাসে সক্রমিত ছিলেন কি-না তা জানার জন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। তবে তার কি ধরণের উপসর্গ ছিল সে বিষয়ে তার জানা নেই বলে তিনি জানান।

এদিকে একই ইউনিয়নে শিহাটা এলাকার এক যুবক গত ৫ এপ্রিল ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই তার জ্বর, গলাব্যাথা দেখা দেয়। এনিয়ে পুরো ইউনিয়নজুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে ঢাকায় এক করোনা রোগের সংস্পর্শে আসা ৩৫ জন চরবানিপাকুরিয়া ইউনিয়নে আসলে সোমবার বিকেলে ইউনিয়নটি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত