ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মাছ ব্যবসায়ীর মৃত্যু

  কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২০, ০৬:০৬

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মাছ ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের করোনা ডেডিকেটেড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভৈরবের ষাট বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত ব্যক্তি ভৈরব মেঘনা ফেরিঘাট এলাকার একজন মাছ ব্যবসায়ী।

জানা গেছে, প্রচন্ড শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে রাত পৌণে ১০ টার দিকে ভৈরব থেকে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে সংকটাপন্ন অবস্থায় করোনা ডেডিকেটেড কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। চিকিৎসকগণ সর্বোচ্চ চেষ্টা চালিয়েও তাকে বাঁচাতে পারেন নি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত