ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

দিনাজপুরে আরও ৯ জনের করোনা শনাক্ত

  দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২০, ০৮:০৩

দিনাজপুরে আরও ৯ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮৮ জনে।

আজ শুক্রবার সকাল ৭ টার দিকে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে- সদর উপজেলায় ২ জন, কাহারো উপজেলায় ২ জন, ফুলবাড়ী উপজেলায় ২ জন, খানসামায় ১ জন, বিরল উপজেলায় ১ জন এবং হাকিমপুর উপজেলায় ১ জন রয়েছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন ৩৫ জন। এর মধ্যে একজনের করোনা শনাক্তের আগে মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ৩ হাজার ২১ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২ হাজার ৯৫৯ জনের ফলাফল পাওয়া যায়। তার মধ্যে ১৮৮ টি নমুনার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

এর মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৭ জন, হাসপাতালে ভর্তি আছেন ১ জন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত