ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর দিল্লিতেও ধরাশায়ী বিজেপি!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২০, ১০:০৯  
আপডেট :
 ০৭ জানুয়ারি ২০২০, ১০:৫৯

মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর দিল্লিতেও ধরাশায়ী বিজেপি!
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের পর দিল্লির বিধানসভা নির্বাচনেও হারতে চলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি। রাজধানীতে সরকার গঠন তো দূরের কথা, দশেরও নিচে নেমে যেতে পারে গেরুয়া শিবির। জানুয়ারির দুটি জনমত জরিপে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দিল্লি বিধানসভার নির্বাচন হতে চলেছে আগামী ৮ ফেব্রুয়ারি।

এবিপি নিউজ ও সি ভোটারের জনমত জরিপে দেখা যাচ্ছে দিল্লিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। আর আবারও দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়াল।

এবিপি জনমত জরিপে দেখা যায়, ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি একাই পেতে যাচ্ছে ৫৯টি আসন। আর বিজেপি পাবে মাত্র ৮টি আসন। সেখানে কংগ্রেস পেতে পারে সর্বসাকুল্যে ৩টি আসন।

সি-ভোটারের সমীক্ষা বলছে, দিল্লিতে আম আদমি পার্টি পেতে পারে ৫৪ থেকে ৬৪ আসন। একইভাবে বিজেপি পেতে পারে ৩-১৩ টি আসন। কংগ্রেস পেতে পারে ০-৬টি আসন।

ভোট শতাংশের বিচারেও বিজেপির থেকে অনেক এগিয়ে কেজরিওয়ালের দল। সি-ভোটার বলছে আম আদমি পার্টি পেতে পারে প্রায় ৫৪ শতাংশ ভোট। অন্যদিকে, বিজেপি পাবে এর অর্ধেকেরও কম, অর্থাৎ ২৬ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে কমবেশি ৫ শতাংশ ভোট।

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকেই পছন্দ করছেন ৭০ শতাংশ দিল্লিবাসী। দিল্লিবাসীর পছন্দের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির হর্ষ বর্ধন এবং কংগ্রেসের অজয় মাকেনকে। দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিকে মুখ্যমন্ত্রী পদে পছন্দ করছেন মাত্র ১ শতাংশ মানুষ।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের দিল্লি বিধানসভায় আম আদমি পার্টি একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন। সেবার কংগ্রেস কোনও আসন পায়নি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত