ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা

লিবিয়ায় সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা

তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গোলযোগপূর্ণ লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেয়ার জন্য দেশটিতে সেনা মোতায়েন শুরু করেছে আঙ্কারা।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি লিবিয়া সরকারের সঙ্গে যে সমুদ্রসীমা চিহ্নিতকরণ ও নিরাপত্তা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার আওতায় সেখানে তুর্কি সেনা মোতায়েন করা হচ্ছে।

এরদোয়ান বলেন, সমুদ্রসীমা চিহ্নিত করার জন্য লিবিয়া সরকারের সঙ্গে চুক্তি করেছে আঙ্কারা। তাই দুই দেশের অনুমোদন ছাড়া লিবিয়া ও তুরস্কের উপকূলবর্তী এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান এবং পাইপলাইন নির্মাণের কাজ করা সম্ভব হবে না।

রাজধানী আঙ্কারায় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি আরো বলেন, এ বছরই ওই এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান শুরু হবে। এজন্য শিগগিরই সেখানে একটি গবেষণা জাহাজ পাঠাচ্ছে তুরস্ক।

এসময় তিনি লিবিয়ায় সেনা পাঠানোকে সমর্থন করে বলেন, দেশটির বৈধ সরকারকে টিকিয়ে রাখা এবং সেখানকার রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্যই লিবিয়ায় সেনা পাঠাচ্ছে তুরস্ক।

এর মাত্র দু দিন আগে লিবিয়ার ত্রিপোলিভিত্তিক জাতীয় সরকারের প্রধান ফাইয়াজ আল-সেরাজ এবং তবরুকভিত্তিক বিদ্রোহী সরকারের নেতৃত্বদানকারী খলিফা হাফতার রাশিয়ার রাজধানী মস্কোয় রাশিয়া এবং তুরস্কের উদ্যোড়ে মস্কোতে ওই আলোচনার আয়োজন করা হয়েছিল।

এ নিয়ে লিবিয়ার বিদ্রোহী নেতা হাফতার দাবি করেছেন, লিবিয়ার সেনাদের অনেক দাবি-দাওয়া যুদ্ধবিরতি চুক্তির খসড়ায় স্থান পায়নি বলেই তিনি এতে স্বাক্ষর করেননি।

এরপরই তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান ওই বিদ্রোহী নেতার বিরুদ্ধে হুমকি দিয়ে বলেন, হাফতার যদি নতুন করে লিবিয়া সরকারের বিরুদ্ধে হামলা শুরু করে তাহলে তাকে উচিত শিক্ষা দেয়া হবে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত