ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

কাশ্মীরি নেতাদের মুক্তি চায় যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

কাশ্মীরি নেতাদের মুক্তি চায় যুক্তরাষ্ট্র
ফাইল ছবি

কাশ্মীর ইস্যুতে ভারতের ওপরে এক ধরনের চাপ তৈরি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এশিয়া সংক্রান্ত প্রিন্সিপ্যাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালিস ওয়েলস।

সম্প্রতি কাশ্মীর সফর শেষ করে গিয়ে ওয়াশিংটনে সফর প্রসঙ্গে তিনি বলেন, উপত্যকায় ধীরে ধীরে ইন্টারনেট সার্ভিস চালু করা হয়েছে। অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সফরে আমরা খুশি। আমাদের আশা নিয়মিত আমাদের কাশ্মীরে যেতে দেয়া হোক। পাশাপাশি, কাশ্মীরের যেসব রাজনৈতিক নেতাদের কোনো অভিযোগ ছাড়াই বন্দি করা হয়েছে তাদের ছেড়ে দেয়া হোক।

উল্লেখ্য, সম্প্রতি এ মাসের গোড়ার দিকে কাশ্মীর সফরে আসেন ১৫ দেশের কূটনীতিক। গত অগাস্ট মাসে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর সেখানে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন এমপি। তার পর ফের সেখানে গেলেন বিদেশি কূটনীতিকরা।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত