ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জলবায়ু আইন পাসে মোদির প্রতি লিচিপ্রিয়ার আহ্বান

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২০, ১৯:২৩

জলবায়ু আইন পাসে মোদির প্রতি লিচিপ্রিয়ার আহ্বান

চলতি অধিবেশনেই জলবায়ু আইন পাস করুন- নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানালেন লিচিপ্রিয়া কাঞ্জুগাম। সুইজারল্যান্ডের দাভোসে ইয়ুথ ক্লাইমেট সায়েন্স ইভেন্টে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বিশ্বের সবচেয়ে ছোট জলবায়ু কন্যা ভারতের লিচিপ্রিয়া কাঞ্জুগাম।

এসময় হাতে থাকা পোস্টারে আরও লেখা রয়েছে, প্রিয় মোদী, আমাদের ভবিষ্যৎ রক্ষা করুন। এখনই কাজ করুন। এখনই কাজ করুন। ইয়ন

সোমবার টুইটে লিচিপ্রিয়া গণমাধ্যমের উদ্দেশ্যে বলেছে, আমাকে ভারতের গ্রেটা থানবার্গ বলবেন না। আপনারা আমার খবর প্রকাশ করছেন না। আপনারা আমার খবর ফেলে দিচ্ছেন।

আরেক টুইটে বলেছে, গ্রেটা থানবার্গ ও তার লক্ষ্য একই; কিন্তু তারা ভিন্ন পরিচয়ের মানুষ।

লিচিপ্রিয়ার বাড়ি ভারতের মনিপুরের বসিকং এলাকায়। সে বিশ্বের সব চেয়ে ছোট জলবায়ুকর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছে। গত বছর ইতালির মাদ্রিদে জলবায়ু বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনে সে বক্তৃতা করে। ১৬টি দেশ তাকে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

২০১৯ সালের বিশ্ব শিশু শান্তি পুরস্কার পেয়েছে লিচিপ্রিয়া। মালদ্বীপের ইনষ্টিটিউট ফর ইকনোমিক ও পিচ (আইইপি) তাকে এ পুরস্কার দেয়।

লিচিপ্রিয়ার কার্যক্রম নজরে আসার পরই তাকে সুইডেনের জলবায়ু কন্যা গ্রেটা থানবার্গের সঙ্গে তুলনা করা হয়। অনেকেই তাকে ভারতের গ্রেটা থানবার্গ বলেছেন। ২০১৮ সালের জুলাইয়ে সে জলবায়ু আন্দোলন শুরু করে। গ্রেটার আগেই এ আন্দোলন সে শুরু করেছে বলে দাবি করে।

  • সর্বশেষ
  • পঠিত