ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করতে হংকংয়ে আন্দোলন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করতে হংকংয়ে আন্দোলন

ঝুঁকি কমাতে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধ করতে হংকংয়ে আন্দোলন করছে কয়েক শত চিকিৎসক। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও বিবিসিতে এ খবর পাওয়া গেছে।

নবগঠিত মেডিকেল ইউনিয়ন কর্তৃপক্ষের কর্মচারি জোটের চেয়ারম্যান উইনি ইউ জানিয়েছেন, দাবি মানা না হলে মঙ্গলবার থেকে ডাক্তার ও নার্সসহ হংকংয়ের কয়েক শত হাসপাতালের কর্মীরা ধর্মঘটের হুমকি দিয়েছেন।

হংকং শহরের প্রায় ১৫ জন নাগরিকের এ ভাইরাসে আক্রান্তের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। চীনের সঙ্গে যোগাযোগের আন্তঃসীমান্ত রেল ও ফেরি পরিষেবা স্থগিত করলেও স্বাস্থ্যকর্মীরা পুরো সীমান্ত বন্ধ করতে চায়। পুরোপুরি সীমানবন্ধ করা হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে পরামর্শ দিয়েছে তার বিরোধী কাজ হবে বলে কর্তৃপক্ষ বলেছে।

ভাইরাস আতঙ্কগ্রস্থ হংকংয়ের স্থানীয় বাসিন্দারা খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে তোড়জোড় শুরু করে বড় বড় সুপারমার্কেটগুলোর মাছ, মাংস, চাল, ডিটারজেন্ট এবং সাবান ক্রয় করে তাক খালি করে ফেলেছে।

  • সর্বশেষ
  • পঠিত