ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

দিল্লিতে সেনা মোতায়েনের আহ্বান জানিয়ে কেজরিওয়ালের চিঠি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪

দিল্লিতে সেনা মোতায়েনের আহ্বান জানিয়ে কেজরিওয়ালের চিঠি

দিল্লির পরিস্থিতি সামাল দিতে পুলিশ ব্যর্থ বলে অবিলম্বে সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। ভারতীয় গণমাধ্যম জিও টিভি, আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বুধবার পুনরায় এ আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, সংঘর্ষপূর্ণ এলাকায় অবিলম্বে কার্ফু জারি করা উচিত। এর আগে, মঙ্গলবারও দিল্লিতে সেনা নামানোর আবেদন করেছিলেন তিনি।

গত তিনদিন ধরে দিল্লিতে বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছেছে। তার পরই রাজধানীর পরিস্থিতি নিয়ে টুইটারে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন রাতভর অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে, পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সব রকম চেষ্টা সত্ত্বেও, এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ।

ভারত সরকার নিউজ চ্যানেলগুলোকে হিংসাত্মক পরিস্থিতিকে আরো উস্কে দেয়া ও দেশবিরোধী মনোভাবের বিষয়বস্তু সম্প্রচারের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত