ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

সৌদি গেমসে অংশ নিচ্ছে ৬ হাজার নারী-পুরুষ ক্রীড়াবিদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ মার্চ ২০২০, ১১:৫২

সৌদি গেমসে অংশ নিচ্ছে ৬ হাজার নারী-পুরুষ ক্রীড়াবিদ

প্রথমবার ৪০টি ইভেন্টে ৬ হাজার নারী-পুরুষ ক্রীড়াবিদ সৌদি গেমসে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এ্যারাবিয়ান বিসনেস’র প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সাঁতার, এ্যাথলেটস, আর্চারি, ব্যাডমিন্ট ও বাস্কেটবল সহ বিভিন্ন খেলাধূলা নিয়ে সৌদি গেমস শুরু হচ্ছে আগামী ২৩ মার্চ এবং তা চলবে পহেলা এপ্রিল পর্যন্ত।

সৌদি ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন তুর্কি বলেছেন তার দেশের ইতিহাসে এ গেমস সবচেয়ে বড় ক্রীড়া আসর। রিয়াদে এ গেমস আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে চরম রক্ষণশীল দেশ হিসেবে সৌদি আরবের ভাবমূর্তির পরিবর্তন।

এ গেমসে বিজয়ীদের যে স্বর্ণপদক দেয়া হবে তার মূল্য দশ লাখ রিয়াল বা ২ লাখ ৬৭ হাজার রিয়াল। সৌদি বাদশা সালমান ক্রীড়া সহ তিনটি মন্ত্রণালয় চালুর ঘোষণা দেয়ার একদিন পর এ গেমসের কথা জানানো হয়।

করোনাভাইরাসের আতঙ্ক ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরবে ওমরা পালন আপাতত স্থগিত ঘোষণা করা হলেও সৌদি গেমস যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত