ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

করোনা ঠেকাতে মসজিদে নামাজ আদায় বন্ধ

করোনা ঠেকাতে মসজিদে নামাজ বন্ধ করলো আমিরাত

করোনা ঠেকাতে আগামী ৪ সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। কেবল মসজিদ নয়, সোমবার থেকে সেখানকার সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

এ সম্পর্কে আরব আমিরাতের জাতীয় দুর্যোগ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আর এ নির্দেশনা জারির কারণে আগামী ১৫ দিন দেশটির সকল মসজিদ ও গির্জায় প্রার্থনা বন্ধ থাকবে।

আমিরাতে এখন পর্যন্ত মোট ৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন। বাকিরা এখনও চিকিৎসাধীন রয়েছে।

সূত্র: গালফ নিউজ

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত